menu-iconlogo
huatong
huatong
avatar

Chumma | চুম্মা

Jemi Yasmin/Bonnyhuatong
mickybuihuatong
가사
기록
হটি নটি তোর ঐ ফিগারে

কারেন্ট যেন আছে ,

ছুয়ে দিলে ঝাটকা লাগেরে

আয়না আরও কাছে

তোর ঠোটে দু ঠোট রাখলে এই

প্রাণ টা যেন বাঁচে

তোর রিস্কি রিস্কি চাওনিতে

উইস্কির ফ্লেভার আছে

M ] উম্মা - প্লিজ গিভ মি এ চুম্মা-

F ] উম্মা-এই দিলাম চুম্মা

M ] উম্মা-ইজ ওয়ান মোর চুম্মা

F ] উম্মা-উম্মা-

F ] উম্মা-প্লিজ গিভ মি এ চুম্মা

M ] উম্মা-এই দিলাম চুম্মা

F ] উম্মা-ইজ ওয়ান মোর চুম্মা

M ] উম্মা-উম্মা-উম্মা-

F ] ভূলে যাই কেন আমাকে

কাছে তুই এলে...

হাটব্রিট কেনো বেরে যায়

তোকে বুকে পেলে-/

M ] ভূলে যাই কেন আমাকে

কাছে তুই এলে

হাটব্রিট কেনো বেরে যায়

তোকে বুকে পেলে

তোর ঠোটে দু ঠোট রাখলে এই

প্রাণ টা যেন বাঁচে

তোর রিস্কি রিস্কি চাওনিতে

উইস্কির ফ্লেভার আছে

M ] উম্মা - প্লিজ গিভ মি এ চুম্মা-

F ] উম্মা-এই দিলাম চুম্মা

M ] উম্মা-ইজ ওয়ান মোর চুম্মা

F ] উম্মা-উম্মা-

F ] উম্মা-প্লিজ গিভ মি এ চুম্মা

M ] উম্মা-এই দিলাম চুম্মা

F ] উম্মা-ইজ ওয়ান মোর চুম্মা

M ] উম্মা-উম্মা-

কেউ তো জানবে না তোর আমার খেলা

কবে যে সুরু হলো মনে মনে গোপনে

হালকা প্রেম ছিলো, কখন জমে গেলো

বুঝিনি এই কবে চুপি চুপি স্বপনে,

তোর ঠোটের টাচ হট ভেরি মাচ

ফিল করেছি তুই যেই দিলি চুম্মা

সেই থেকে সোনা সুর্য রাত লোনা

দিল মাংগে শুধু হাম্মা হাম্মা

M ] উম্মা - প্লিজ গিভ মি এ চুম্মা-

F ] উম্মা-এই দিলাম চুম্মা

M ] উম্মা-ইজ ওয়ান মোর চুম্মা

F ] উম্মা-উম্মা-

F ] উম্মা-প্লিজ গিভ মি এ চুম্মা

M ] উম্মা-এই দিলাম চুম্মা

F ] উম্মা-ইজ ওয়ান মোর চুম্মা

M ] উম্মা-উম্মা-উম্মা-

Jemi Yasmin/Bonny의 다른 작품

모두 보기logo

추천 내용