menu-iconlogo
huatong
huatong
joler-gaan-bokul-ful-cover-image

bokul ful বকুল ফুল

Joler Gaanhuatong
percivalpetibonehuatong
가사
기록
বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

যার সনে যার ভালোবাসা,

যার সনে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

আমার জামাই ধান বায়

হরিণডাঙার মাঠে লো

হরিণ ডাঙ্গার মাঠে

আমার জামাই ধান বায়

হরিণডাঙার মাঠে লো

হরিণ ডাঙ্গার মাঠে

সোনা দেহে ঘাম ঝরে

সোনা দেহে ঘাম ঝরে

দেইখা পরাণ ফাটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শাওন ভাদর মাসে

জামাই আদর করে লো

জামাই আদর করে

শাওন ভাদর মাসে

জামাই আদর করে লো

জামাই আদর করে

ইচ্ছে জামাই করবো আদর

ইচ্ছে জামাই করবো আদর

দানাতো নাই ঘরে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

যার সনে যার ভালোবাসা,

যার সনে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

যার সনে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

Joler Gaan의 다른 작품

모두 보기logo

추천 내용