menu-iconlogo
huatong
huatong
avatar

Batashey Gungun

June Banerjee/Jeet Gangulyhuatong
Ⓜℹtu🎧127929huatong
가사
기록
(F) বাতাসে গুন গুন…

এসেছে ফাগুন…

বুঝিনি তোমার…

শুধু ছোঁয়ায় এতো যে আগুন…

বাতাসে গুন গুন…

এসেছে ফাগুন…

বুঝিনি তোমার…

শুধু ছোঁয়ায় এতো যে আগুন…

(M) হো~ও~ও এলো মেলো হয়ে যায় মন…

কেন আজ বুঝি না…

দাবানল যেন ছড়ালো…

পার করে সিমানা…

শ্বাপদের মতো হানা দেয়…

এ মনের কামনা…

নিজেকেই দেখে লাগে আজ…

অচেনা, অচেনা, অচেনা...

(F) বাতাসে গুন গুন…

(? ? MUSIC ? ?)

(F) মরণ দেখি আমার…

ওগো তোমার ঐ চোখে…

পাগল দাও না করে…

এই রাতে আমাকে…

ও~ও~ও মরণ দেখি আমার…

ওগো তোমার ঐ চোখে…

পাগল দাও না করে…

এই রাতে আমাকে…

(M) ভালোবাসা আজ বন্য…

কোনো কথা শোনে না…

নিঃশ্বাসে যেন চাতকের…

বুক ভাঙা বাসনা…

শ্বাপদের মতো হানা দেয়…

এ মনের কামনা…

নিজেকেই দেখে লাগে আজ…

অচেনা, অচেনা, অচেনা…

(F) বাতাসে গুন গুন…

(? ? MUSIC ? ?)

(F) তৃষ্ণা এতো তৃষ্ণা…

প্রেমে হয়নি যে আগে…

উতল করো আমায়…

আজ বন্য সোহাগে…

আ~আ~আ তৃষ্ণা এতো তৃষ্ণা…

প্রেমে হয়নি যে আগে…

উতল করো আমায়…

আজ বন্য সোহাগে…

(M) এ কোথায় ভেসে চলেছি…

নিজে আজ জানিনা…

চাওয়া পাওয়া যেন কিছুতেই…

আজ আর মেটেনা…

শ্বাপদের মতো হানা দেয়…

এ মনের কামনা…

নিজেকেই দেখে লাগে আজ…

অচেনা, অচেনা, অচেনা…

(F) বাতাসে গুন গুন…

এসেছে ফাগুন…

বুঝিনি তোমার…

শুধু ছোঁয়ায় এতো যে আগুন…

বাতাসে গুন গুন…

এসেছে ফাগুন…

বুঝিনি তোমার…

শুধু ছোঁয়ায় এতো যে আগুন…

(M) হো~ও~ও এলো মেলো হয়ে যায় মন…

কেন আজ বুঝি না…

দাবানল যেন ছড়ালো…

পার করে সিমানা…

শ্বাপদের মতো হানা দেয়…

এ মনের কামনা…

নিজেকেই দেখে লাগে আজ…

অচেনা, অচেনা, অচেনা...

(F) না~না~না~না~না………

?THANK YOU FOR CHOOSING THIS TRACK?

June Banerjee/Jeet Ganguly의 다른 작품

모두 보기logo

추천 내용