menu-iconlogo
huatong
huatong
avatar

Banshuriya

Kabir Sumanhuatong
poohins24huatong
가사
기록
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে?

এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে?

তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে?

আমাদের school-college-এ শেখে লোকে লেখাপড়া

আমাদের school-college-এ শেখে লোকে লেখাপড়া

প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া

তোমার ওই দেহাতি গান...

তোমার ওই দেহাতি গান দোলে যখন বাঁশির মুখে

আমাদের নকল ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে

বুকে আর গলায় আমার শহর কলকাতায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

ঠেলা van চালাও তুমি...

ঠেলা van চালাও তুমি, কিংবা ভাড়া গাড়ির cleaner

ক′বছরে একবার যাও তোমার দেশে নদীর কিনার?

ফাঁক পেলে বাঁশি বাজাও...

ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে

দেশে গিয়ে এমন সুরে হয়তো ডাকো কলকাতাকে

ফিরে এসে উদম খাটো...

ফিরে এসে উদম খাটো গায়ে গতরে ব্যস্ত হাতে

মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে?

তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

বাঁশুরিয়া...

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

Kabir Suman의 다른 작품

모두 보기logo

추천 내용