menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আরেকবার আসিয়া Tumi Arekbar Ashia

Kamrul@smphuatong
porsch1037huatong
가사
기록
গান:তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

মূল শিল্পী: রথীন্দ্রনাথ রায়

কভার: IPDC আমাদের গান ইউটিউব চ্যানেল

আপলোড বাই কামরুল ইসলাম

গান শুরু....

মিউজিক অপেক্ষা করুন

((আপনি রেডি হোন))

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া..

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া..

আমি মনের সুখে একবার কানতে চাই..

পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই..

আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া...

((সহশিল্পীর কোরাস+ মিউজিক))

আমি মনের সুখে....একবার কানতে চাই

আরো সুন্দর সুন্দর গান , যেগুলো এখনো খুঁজে পাননাই

তাহলে ফলো দিয়ে ইনবক্স করুন।

আপলোডঃ কামরুল ইসলাম 62010197560__

মিউজিক অপেক্ষা করুন

((আপনি রেডি হোন))

না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে...

না পারিলাম পিরিতের ওই সোনার পাখি ধরতে..

না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে

না পারিলাম পিরিতের ওই সোনার পাখি ধরতে

আমি এ কূল থেকে ও কূল গেলাম

ঘাটে ঘাটে চোখ রাখি লাম

আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই

আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

((সহশিল্পীর কোরাস+ মিউজিক))

আমি মনের সুখে ...একবার কানতে চাই..

আরো সুন্দর সুন্দর গান , যেগুলো এখনো খুঁজে পাননাই

তাহলে ফলো দিয়ে ইনবক্স করুন।

আপলোডঃ কামরুল ইসলাম 62010197560__

মিউজিক অপেক্ষা করুন

((আপনি রেডি হোন))

না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে.....

না পাইলাম কূল কারো মনে, না ভাসলাম অকূলে....

না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে

না পাইলাম কূল কারো মনে, না ভাসলাম অকূলে

তোমায় নাইবা পেলাম এই জনমে

সঙ্গী হবো তোমার সনে

সকল বান্ধন ছিঁড়া যখন ওই পারেতে যাই

আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

((সহশিল্পীর কোরাস+ মিউজিক))

আমি মনের সুখে একবার কানতে চাই

পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই

আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে....একবার কানতে চাই

আরো সুন্দর সুন্দর গান , যেগুলো এখনো খুঁজে পাননাই

তাহলে ফলো দিয়ে ইনবক্স করুন।

Kamrul@smp의 다른 작품

모두 보기logo

추천 내용

তুমি আরেকবার আসিয়া Tumi Arekbar Ashia - Kamrul@smp - 가사 & 커버