menu-iconlogo
huatong
huatong
avatar

পরের জায়গা পরের জমিন

Kamruzzaman rabbihuatong
𖢫🎼𝑴𝑫_𝑺𝒂𝒉𝒊𝒏➫இ🕊™huatong
가사
기록
পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই,

আমি তো সেই ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই

আমি তো সেই ঘরের মালিক নই

আমি তো সেই ঘরের মালিক নই

সেই ঘরখানা যার জমিদারি...

আমি পাইনা তাহার হুকুমজারী,

সেই ঘরখানা যার জমিদারি.....

আমি পাইনা তাহার হুকুমজারী,

আমি পাইনা জমিদারের দেখা

পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই

আমি তো সেই ঘরের মালিক নই

আমি তো সেই ঘরের মালিক নই

জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ

তাইতো ফসল ফলে না রে দুঃখ বারো মাস।

জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ

তাইতো ফসল ফলে না রে দুঃখ বারো মাস।

আমি খাজনাপাতি সবই দিলাম

তবু জমিন আমার হয় যে নীলাম,

আমি খাজনাপাতি সবই দিলাম

তবু জমিন আমার হয় যে নীলাম,

আমি চলি যে তার মন জোগাইয়া

চলি যে তার মন জোগাইয়া দাখিলায় মেলে না সই

আমি তো সেই ঘরের মালিক নই,

পরের জায়গা পরের জমিনঘর বানাইয়া আমি রই,

আমি তো সেই ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই,

আমি তো সেই ঘরের মালিক নই

আমি তো সেই ঘরের মালিক নই

আমি তো সেই ঘরের মালিক নই

Kamruzzaman rabbi의 다른 작품

모두 보기logo

추천 내용