menu-iconlogo
huatong
huatong
kanak-chapa--cover-image

প্রেমের মরা জলে ডোবে না

Kanak Chapahuatong
rhonda.cissonhuatong
가사
기록
প্রেমের মরা জলে ডোবে না..হায় রে

প্রেমের মরা জলে ডোবে না..

তুমি সুজন দেইখা

তুমি সুজন দেইখা কইরো পিরিত

মরলে যেনো ভূলে না দরদী..

প্রেমের মরা জলে ডোবে না..হায় রে

প্রেমের মরা জলে ডোবে না...

follow me

প্রেম কইরাছে আইউব নবী..ই

যার প্রেমে রহিমা বিবি গো..

প্রেম কইরাছে আইউব নবী..ই

যার প্রেমে রহিমা বিবি গো..

তারে আঠারো সাল কিরায় খাইলো

আঠারো সাল

ও তারে আঠারো সাল কিরায় খাইলো

তবুও প্রেম ছাড়লো না দরদী..

প্রেমের মরা জলে ডুবে না..হায় রে

প্রেমের মরা জলে ডুবে না..

ও প্রেম করতে দুই দিন

ও প্রেম করতে দুই দিন,

ভাংতে একদিন

এমন প্রেম আর কইরো না দরদী,

প্রেমের মরা জলে ডুবে না..হায় রে

প্রেমের মরা জলে ডুবে না..

আপনাদের মাঝে থেকে কেউ গানটা ওসি করলে

আমার ইনবক্সে গানটা পাঠিয়ে দিবেন

যাতে আমি আপনার সাথে জয়েন করতে পারি

প্রেম কইরাছে ইউসুব নবী..ই

যার প্রেমে জুলেখা বিবি গো..

প্রেম কইরাছে ইউসুব নবী..ই

যার প্রেমে জুলেখা বিবি গো..

ও সে প্রেমের দায়ে জেল খাটিল

প্রেমের দায়ে

ও সে প্রেমের দায়ে জেল খাটিল

তবুও প্রেম ছাড়লো না দরদী,

প্রেমের মরা জলে ডুবে না..হায় রে

প্রেমের মরা জলে ডুবে না..

ও প্রেম করতে দুইদিন

ও প্রেম করতে দুইদিন

ভাঙতে একদিন

এমন প্রেম আর কইরো না দরদী..

প্রেমের মরা জলে ডুবে না..হায় রে

প্রেমের মরা জলে ডুবে না..

মিউজিক টা ভালো লাগলে একটা লাইক

দিতে ভুলবেন না সবাই প্লিজ

প্রেম কইরাছে মুসা নবী..ই

যার প্রেমে দুনিয়ার সবি গো..

প্রেম কইরাছে মুসা নবী..ই

যার প্রেমে দুনিয়ার সবি গো..

হায়রে পাহাড় জ্বলে সুরমা হইল

পাহাড় জ্বলে

হায়রে পাহাড় জ্বলে সুরমা হইল

তবুও মুসা জ্বলল না দরদী

প্রেমের মরা জলে ডুবে না..হায় রে

প্রেমের মরা জলে ডুবে না..

ও প্রেম করতে দুইদিন

ও প্রেম করতে দুইদিন

ভাঙতে একদিন

এমন প্রেম আর কইরো না দরদী

প্রেমের মরা জলে ডুবে না..হায় রে

প্রেমের মরা জলে ডুবে না..

Kanak Chapa의 다른 작품

모두 보기logo

추천 내용