menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-amar-sonar-moyna-pakhi-cover-image

Amar Sonar Moyna Pakhi আমার সোনার ময়না পাখি

Kanak Chapahuatong
skidmark_starhuatong
가사
기록

আমার সোনার ময়না পাখি

কোন দোষেতে গেলা উইড়া রে...

দিয়া মোরে ফাকি রে আমার

সোনার ময়না পাখি।

MUSIC

KEEP SINGING

️ ️MINRAJ ️ ️

MUSIC

সোনাবরন পাখিরে আমার

কাজল বরন আখি

দিবানিশি মন চাই ওরে...

বাইন্ধা তোরে রাখিরে আমার

সোনার ময়না পাখি।

MUSIC

দেহ দিছি প্রাণ ও দিছি

আর নাই কিছু বাকি

সাজন ফুলের বাসন দিয়া রে...

অঙ্গে দিছি মাখি রে আমার

সোনার ময়না পাখি।

MUSIC

যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আখি

এ জীবনও যাবার কালে রে..

পাখি রে.......

এ জীবন ও যাবার কালে রে...

একবার যেন দেখি রে আমার

সোনার ময়না পাখি

কোন দোষেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাকি রে আমার

সোনার ময়না পাখি।

ধন্যবাদ সবাইকে

Kanak Chapa의 다른 작품

모두 보기logo

추천 내용