menu-iconlogo
huatong
huatong
avatar

Bhuliya Na Jaiyo

Kazi Shuvohuatong
baitobaitohuatong
가사
기록
০১ মন নিলায় দেহ নিলায়

মন নিলায় দেহ নিলায়

প্রাণটা তুমি নিও বন্ধু

ভুলিয়া না যাইও....

আধেক এই জনমে নইলে

পর জনমে হইও...

০২ মন নিলায় দেহ নিলায়

মন নিলায় দেহ নিলায়

প্রাণটা তুমি নিও বন্ধু

ভুলিয়া না যাইও...

আধেক এই জনমে নইলে

পর জনমে হইও

ও তুমি ভুলিয়া না যাইও

আধেক এই জনমে নইলে

পর জনমে হইও

০১ মরণে ও চাই তোমারে

পরপারে গিয়া...

নইলে আমার পাগল..মনরে

বোঝাইমু কি দিয়া..বান্ধব

স্মরণে রাখিও...

অন্তিম কালে তুমি আমার

শিয়রে থাকিও

বন্ধু ভুলিয়া না যাইও

আধেক এই জনমে...

নইলে পর জনমে হইও

০২ এই দুনিয়ার মাটি একদিন

ছেড়ে যেতে হবে

বিলীন হইবে মাটির দেহ

বিশ্বয়নি ভবে বৃন্দে...

তুমি নাই কাঁদিও

ওপার হইতে দেখবো

তোমায় তুমি বড় প্রিয়

বন্ধু ভুলিয়া না যাইও

আধেক এই জনমে নইলে

পরজনমে হইও

০১ চিরতরে ভুলেই গেলে...

এই কি তোমার নীতি...

মনে কি পড়ে..না পাগল

হাসানের পিরিতি বন্ধু

মিনতি রাখিও...

ভুল কইরাও পড়লে মনে

চাঁদের পানে চাইও

বন্ধু ভুলিয়া না যাইও...

আধেক এই জনমে

নইলে পর জনমে হইও

ও তুমি ভুলিয়া না যাইও...

আধেক এই জনমে

নইলে পর জনমে হইয়...

আবার দেখা হবে নতুন কোন গানে

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

আল্লাহ হাফেজ

Kazi Shuvo의 다른 작품

모두 보기logo

추천 내용

Bhuliya Na Jaiyo - Kazi Shuvo - 가사 & 커버