menu-iconlogo
huatong
huatong
avatar

Jar Tar Preme Pagol Hoiya

Kazi Shuvohuatong
michaelrd20012002huatong
가사
기록
বি.ডি কারাওকে

যার তার প্রেমে পাগল হইয়া

যার তার প্রেমে পাগল হইয়া

দিওনা সপিয়া মন

ভয়েজ

একবার কলঙ্ক হইলা দাগ রবে সারা জীবন

বি.ডি কারাওকে

১...২..৩

একজীবনে একবার ফোটে,

মানব বৃক্ষে প্রেমের ফুল

যতনে রাখিও তারে

করিওনা কোন ভুল

একজীবনে একবার ফোটে,

মানব বৃক্ষে প্রেমের ফুল

যতনে রাখিও তারে

করিওনা কোন ভুল,

ভুল করিলে ভুলের মাশুল

ভুল করিলে ভুলের মাশুল,

দিতে হবে আজীবন

ভয়েজ

একবার কলঙ্ক হইলা দাগ রবে সারা জীবন

বি.ডি কারাওকে

This track Don't copy please

ভাবিয়া করিও পিরীত,

করিয়া ভাবিওনা

হারাইয়া ধন খোঁজলে তুমি,

আর কোন দিন পাবেনা

ভাবিয়া করিও পিরীত,

করিয়া ভাবিওনা

হারাইয়া ধন খোঁজলে তুমি

আর কোন দিন পাবেনা,

এ যে তোমার মহা সম্বল,

এ যে তোমার মহা সম্বল,

অমূল্য মানিক রতন

ভয়েজ

একবার কলঙ্ক হইলা দাগ রবে সারা জীবন

বি.ডি কারাওকে

আসবে যখন ফুলে মধু,

দেখিবে নানান স্বপন

বহু রূপি ভোমর এসে,

করবে তোমায় জ্বালাতন

আসবে যখন ফুলে মধু,

দেখিবে নানান স্বপন

বহু রূপি ভোমর এসে,

করবে তোমায় জ্বালাতন,

হানিফে কয় ফান্দে পরে

হানিফে কয় ফান্দে পরে,

করিওনা আলিঙ্গন

ভয়েজ

একবার কলঙ্ক হইলা দাগ রবে সারা জীবন

যার তার প্রেমে পাগল হইয়া

যার তার প্রেমে পাগল হইয়া

দিওনা সপিয়া মন

একবার কলঙ্ক হইলা দাগ রবে সারা জীবন

সমাপ্ত

Kazi Shuvo의 다른 작품

모두 보기logo

추천 내용

Jar Tar Preme Pagol Hoiya - Kazi Shuvo - 가사 & 커버