menu-iconlogo
huatong
huatong
avatar

মায়ের একধার দুধের দাম Maya ekdar dudher dam

Khalid Hasan Miluhuatong
wliuwliuhuatong
가사
기록
মা আ আ আ আ গো...

মা আ আ আ গো...

মায়ের একদার দুধের দাম

কাটিয়া গায়ের চাম

একদার দুধের দাআআআআম

মায়ের একধার দুধের দাম

কাটিয়া গায়ের চাম

পা পোশ বানাইলেও ঋণের শোধ হবেনা

এমন দরদী ভবে...

কেউ হবেনা আমার মাআআআ গো

এমন দরদী ভবে কেউ হবেনা

আমার মাআআআআ গো

পিতা আনন্দে মাতিয়া

সাগরে ফেলিয়া

সেইজে চলে গেলো ফিরা আইলনা

পিতা আনন্দে মাতিয়া

সাগরে ফেলিয়া

সেই যে চলে গেলো ফিরা আইলনা

মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে...

ধরিয়া জঠরে.....মায়ে

ধরিয়া জঠরে কত কষ্ট করে

দশ মাস দশ দিন পরে পেল বেদনা

এমন দরদী ভবে কেউ হবেনা

আমার মাআআআ গো

এমন দরদী ভবে কেউ হবেনা

আমার মাআআআ গো

কি বলব প্রসবের কথা

মা বিনে সেই বেথা

কেউতো বুঝবেনা মাআআআ গো

কি বোলব প্রসবের কথা

মা বিনে সেই বেথা

কেউতো বুঝবেনা মাআআআ গো

মায়ে ঠেকিয়া সন্তানের দায়

অকালে মা প্রান হারায়

ঠেকিয়া সন্তানের দায়.....

মায়ের ঠেকিয়া সন্তানের দায়

অকালে মা প্রান হারায়

কেন সেই মায়ের ভক্তি রাখনা

এমন দরদী ভবে কেউ হবেনা

আমার মাআআআআ গো

এমন দরদী ভবে কেউ হবেনা

আমার মাআআআআ গো

মায়ের একধার দুধের দাম

কাটিয়া গায়ের চাম

একধার দুধের দাম

Khalid Hasan Milu의 다른 작품

모두 보기logo

추천 내용