menu-iconlogo
huatong
huatong
kishore-kumar-aar-to-noy-beshidin-cover-image

Aar To Noy Beshidin

Kishore Kumarhuatong
rexpiercehuatong
가사
기록
আর তো নয় বেশিদিন,

মিলবো এবার দুজনে

এক মনে, এক প্রাণে।

আর তো নয় বেশিদিন,

মিলবো এবার দুজনে

এক মনে, এক প্রাণে।

আর তো নয় বেশিদিন..

কি করে এতো ভালোবাসছি,

পৃথিবী দেখবে চমকে

কিভাবে এতো কাছে আসছি,

বাতাস দাঁড়াবে থমকে।

সূর্য খবর পেয়ে, রইবে শুধুই চেয়ে

সূর্য খবর পেয়ে, রইবে শুধুই চেয়ে

অবাক দুটি নয়নে,

আর তো নয় বেশিদিন,

মিলবো এবার দুজনে

এক মনে, এক প্রাণে।

আর তো নয় বেশিদিন ..

দুজনে যে কথা বলবো,

শুনবে নীল দিগন্ত

যে অনুরাগেতে রাঙ্গাবো

সে হবে রঙ্গীন বসন্ত

ধন্য হবে যে জীবন,

পুন্য হবে যে মরণ

ধন্য হবে যে জীবন,

পুন্য হবে যে মরণ

দুজনার শুভ মিলনে।

আর তো নয় বেশিদিন,

মিলবো এবার দুজনে

এক মনে, এক প্রাণে।

আর তো নয় বেশিদিন,

Kishore Kumar의 다른 작품

모두 보기logo

추천 내용