menu-iconlogo
huatong
huatong
avatar

Ekta Golpo Lekha Holo

Konok Chapahuatong
가사
기록
একটা গল্প লেখা হলো, তারায় তারায়

একটা গল্প লেখা হলো, তারায় তারায়

দুটি হৃদয় রঙিন হলো, কৃষ্ণচূড়ায়

প্রথম প্রেমের চোখে, ফাগুনের আগুন দেখে

ভালোবাসা, থমকে দাঁড়ায়

একটা গল্প লেখা হলো, তারায় তারায়

দুটি হৃদয় রঙিন হলো, কৃষ্ণচূড়ায়

প্রথম প্রেমের চোখে, ফাগুনের আগুন দেখে

ভালোবাসা, থমকে দাঁড়ায়

একটা গল্প লেখা হলো, তারায় তারায়

তুমি না হাঁসলে, ফোটে না তো ফুল

তুমি না থাকলে, এ জীবন ভুল

তুমি না হাঁসলে, ফোটে না তো ফুল

তুমি না থাকলে, এ জীবন ভুল

আমি যে তোমার বুকে, রয়েছি অনেক সুখে

সোহাগে ঝর্ণা ধারায়

একটা গল্প লেখা হলো, তারায় তারায়

আরো সুন্দর গান পেতে

সং বুক এ চেক করুন

তোমার আধার ছুঁয়ে, ধন্য হওয়া

তোমার আদরে যেন, স্বর্গ পাওয়া

তোমার আধার ছুঁয়ে, ধন্য হওয়া

তোমার আদরে যেন, স্বর্গ পাওয়া

সুবর্ণ তোমাকে, অবাক দেখে দেখে

রংধনু, চমকে তাকায়

একটা গল্প লেখা হলো, তারায় তারায়

দুটি হৃদয় রঙিন হলো, কৃষ্ণচূড়ায়

প্রথম প্রেমের চোখে, ফাগুনের আগুন দেখে

ভালোবাসা, থমকে দাঁড়ায়

একটা গল্প লেখা হলো, তারায় তারায়

দুটি হৃদয় রঙিন হলো, কৃষ্ণচূড়ায়

প্রথম প্রেমের চোখে, ফাগুনের আগুন দেখে

ভালোবাসা, থমকে দাঁড়ায়

একটা গল্প লেখা হলো, তারায় তারায়

Konok Chapa의 다른 작품

모두 보기logo

추천 내용