[M]আকাশের বুকে মেঘ,যেমন থাকে
তোমাকে রেখেছি,আমি তেমন বুকে
[F] নদীর মিলন হয় ঐ সাগরে
তোমার আমার মিল ভালোবাসাতে
[M]এ মনে তোমার নাম,তাই লিখেছি
ভালোবেসেছি আমি ভালোবেসেছি
[F] আকাশের বুকে মেঘ,যেমন থাকে
তোমাকে রেখেছি,আমি তেমন বুকে
[M] নদীর মিলন হয় ঐ সাগরে
তোমার আমার মিল ভালোবাসাতে
[F]হৃদয়ের সব সুর,সব কবিতায়
তোমাকেই শুধু আমি আজও একে যাই
[M] ভোরের শিশির হয়ে,এলে জীবনে
সুখেরি দোলা তাই লাগলো প্রাণে
[F] তোমারই স্মৃতি, বুকেতে রেখেছি
[M] মরণের আগে জানি আমি মরেছি
[F] ভালোবেসেছি আমি ভালোবেসেছি
[M] আকাশের বুকে মেঘ,যেমন থাকে
তোমাকে রেখেছি,আমি তেমন বুকে
[F] নদীর মিলন হয় ঐ সাগরে
তোমার আমার মিল ভালোবাসাতে
[M]তুমি ছাঁড়া এ জীবন, চাইনা আমি
তুমি এই জীবনে অনেক খানি
[F] স্বপ্নের জাল বুনি,তোমাকে ঘিরেই
তুমি আছো জীবনের সবটা জুড়ে
[M] তোমাকে শুধু,আপন জেনেছি
[F] সুখেরি মহনা,তোমাকে ভেবেছি
[M] ভালোবেসেছি আমি ভালোবেসেছি
[F] আকাশের বুকে মেঘ,যেমন থাকে
তোমাকে রেখেছি,আমি তেমন বুকে
[M] নদীর মিলন হয় ঐ সাগরে
তোমার আমার মিল ভালোবাসাতে
[F] এ মনে তোমার নাম,তাই লিখেছি
ভালোবেসেছি আমি ভালোবেসেছি
[M] আকাশের বুকে মেঘ,যেমন থাকে
তোমাকে রেখেছি,আমি তেমন বুকে