menu-iconlogo
huatong
huatong
kumar-biswajit-vita-nai-re-mati-nai-re-cover-image

ভিটা নাইরে মাটি নাইরে Vita Nai Re Mati Nai Re

Kumar Biswajithuatong
ogrady1427huatong
가사
기록
ভিটা নাইরে...মাটি নাইরে

ভাঙ্গনে ভাইঙ্গা গেছে ঘর

আমার আপন বলতে আমি ছাড়া

সবাই এখন পর

আমি জীবন্ত একটা লাশ

এটাই নতুন ইতিহাস

আমি জীবন্ত একটা লাশ

এটাই নতুন ইতিহাস

আমার দুঃখ কলিজাতে

হার মাংস রক্ত কনায়

আমার মতো জনম দুখী

ভবে বুঝি একটা ও নাই

আমার দুঃখ কলিজাতে

হার মাংস রক্ত কনায়

আমার মতো জনম দুখী

ভবে বুঝি একটা ও নাই

আমার জীবন কেলেন্ডারে

নাই বছর নাইরে মাস

এটাই নতুন ইতিহাস

এটাই নতুন ইতিহাস

ভিটা নাইরে..মাটি নাইরে

ভাঙ্গনে ভাইঙ্গা গেছে ঘর

আমার আপন বলতে

আমি ছাড়া সবাই এখন পর

আমি জীবন্ত একটা লাশ

এটাই নতুন ইতিহাস

আমি জীবন্ত একটা লাশ

এটাই নতুন ইতিহাস

মাগো তোরি গর্বে আমার

কেন করেছিলে ধারন

আমি পাইনা তো হায় খুঁজে

সেই বেঁচে থাকার কারণ

মাগো তোরি গর্বে আমার

কেন করেছিলে ধারন

আমি পাইনা তো হায় খুঁজে

সেই বেঁচে থাকার কারণ

আমি সকল পরীক্ষাতে

ফেইল করলাম করে পাস

এটাই নতুন ইতিহাস

এটাই নতুন ইতিহাস

ভিটা নাইরে..মাটি নাইরে

ভাঙ্গনে ভাইঙ্গা গেছে ঘর

আমার আপন বলতে আমি ছাড়া

সবাই এখন পর

আমি জীবন্ত একটা লাশ

এটাই নতুন ইতিহাস

আমি জীবন্ত একটা লাশ

এটাই নতুন ইতিহাস

আমি জীবন্ত একটা লাশ

এটাই নতুন ইতিহাস

Thanks…Stay With Me…

Kumar Biswajit의 다른 작품

모두 보기logo

추천 내용