menu-iconlogo
huatong
huatong
avatar

Kache Gele Jodi Dure Sore Jao / কাছে গেলে যদি দূরে সরে যাও

Kumar Sanu/কুমার শানুhuatong
🎼.🅂🄷🄰🄷🄸🄽.🎼🎻🌈𝐏A𝐒🇧🇩huatong
가사
기록
কাছে গেলে যদি দূরে সরে যাও

তাই আমি দূরে থাকি

কাছে গেলে যদি দূরে সরে যাও

তাই আমি দূরে থাকি

ঘুমে অকারণে, কিবা জাগরণে

শুধু তোমাকেই ডাকি

তাই আমি দূরে থাকি

কাছে গেলে যদি দূরে সরে যাও

তাই আমি দূরে থাকি~।

----মিউজিক -----

আলো ভেবে আমি আলেয়ার পিছে,

ছুটেছি যে কতবার

হো হো.. আলো ভেবে আমি আলেয়ার পিছে,

ছুটেছি যে কতবার

মনে শুধু আশা একটু ভরসা

আর শান্তি অপার।

মেটেনি সে আশা দু'চোখে কুয়াশা

মেটেনি সে আশা দু'চোখে কুয়াশা

জীবনে কেবলই ফাঁকি

তাই আমি দূরে থাকি

কাছে গেলে যদি দূরে সরে যাও

তাই আমি দূরে থাকি।

----মিউজিক -----

তুমি যদি হও সাথী ক'দিনের

কাছে ডেকো একবার

ওও ..তুমি যদি হও সাথী ক'দিনের

কাছে ডেকো একবার

জেনে রেখ তুমি এ জীবন ওগো

যাবেনা বিফলে আর।

মিটে যাবে আশা মুছবে নিরাশা

মিটে যাবে আশা মুছবে নিরাশা

কিছুই রবেনা বাকী

তাই আমি দূরে থাকি।

কাছে গেলে যদি দূরে সরে যাও

তাই আমি দূরে থাকি।

ঘুমে অকারণে কিবা জাগরণে

শুধু তোমাকেই ডাকি

তাই আমি দূরে থাকি

কাছে গেলে যদি দূরে সরে যাও

তাই আমি দূরে থাকি~।

--- সমাপ্ত-----

Kumar Sanu/কুমার শানু의 다른 작품

모두 보기logo

추천 내용