কাছে গেলে যদি দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি
কাছে গেলে যদি দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি
ঘুমে অকারণে, কিবা জাগরণে
শুধু তোমাকেই ডাকি
তাই আমি দূরে থাকি
কাছে গেলে যদি দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি~।
----মিউজিক -----
আলো ভেবে আমি আলেয়ার পিছে,
ছুটেছি যে কতবার
হো হো.. আলো ভেবে আমি আলেয়ার পিছে,
ছুটেছি যে কতবার
মনে শুধু আশা একটু ভরসা
আর শান্তি অপার।
মেটেনি সে আশা দু'চোখে কুয়াশা
মেটেনি সে আশা দু'চোখে কুয়াশা
জীবনে কেবলই ফাঁকি
তাই আমি দূরে থাকি
কাছে গেলে যদি দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি।
----মিউজিক -----
তুমি যদি হও সাথী ক'দিনের
কাছে ডেকো একবার
ওও ..তুমি যদি হও সাথী ক'দিনের
কাছে ডেকো একবার
জেনে রেখ তুমি এ জীবন ওগো
যাবেনা বিফলে আর।
মিটে যাবে আশা মুছবে নিরাশা
মিটে যাবে আশা মুছবে নিরাশা
কিছুই রবেনা বাকী
তাই আমি দূরে থাকি।
কাছে গেলে যদি দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি।
ঘুমে অকারণে কিবা জাগরণে
শুধু তোমাকেই ডাকি
তাই আমি দূরে থাকি
কাছে গেলে যদি দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি~।
--- সমাপ্ত-----