আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চল যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চল যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন!
আগুনের দিন শেষ হবে একদিন
হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোছনায় নীল হবে অমনি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায়
কেন হায়
ভয় হয়
নিশিদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চল যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
জোনাকির গান বুঝি থামল
চাঁদনী যে লুকাল আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এই ভুবন
যে নুতন
এই স্বপন
চিরদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চল যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চল যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন