menu-iconlogo
huatong
huatong
avatar

যখন রাত্রি নিঝুম নেই Jokhon Ratri Nijhum

Kumar Sanuhuatong
mariatim1huatong
가사
기록
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

একলা শূন্য ঘরে

তোমায় মনে পড়ে মাগো

তোমায় মনে পড়ে

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

ভরবো জীবন গানে গানে

এইতো আশা আমার প্রাণে মা..গো

ভরবো জীবন গানে গানে

এইতো আশা আমার প্রাণে মা..গো

সেই আশাতেই ঘর ছেড়ে আজ

এলাম পথের পরে

তোমায় মনে পড়ে মাগো

তোমায় মনে পড়ে

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

জানি তোমার আশিষ পেলে

উঠবো সকল বাধা ঠেলে মা..গো

জানি তোমার আশিষ পেলে

উঠবো সকল বাধা ঠেলে মা..গো

তোমার আশিষ সকল কাজে

পরছে মাথায় ঝরে

তোমায় মনে পড়ে মাগো

তোমায় মনে পড়ে

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

একলা শূন্য ঘরে

তোমায় মনে পড়ে মাগো

তোমায় মনে পড়ে

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

Kumar Sanu의 다른 작품

모두 보기logo

추천 내용