menu-iconlogo
huatong
huatong
avatar

Boshonto Eshe Geche (বসন্ত এসে গেছে) Chotushkone - Nayeem's World

Lagnajita Chakrabortyhuatong
♥️🪂ᑎনঈমᗰ🇧🇩huatong
가사
기록
Song: Boshonto Eshe Geche (বসন্ত এসে গেছে)

Movie: Chotushkone

Singer: Lagnajita Chakraborty

Arranged By Nayeem

----

বাতাসে বহিছে প্রেম,

নয়নে লাগিলো নেশা

কারা যে ডাকিলো পিছে,

বসন্ত এসে গেছে

মধুর আমৃতবানী বেলা গেলো সহজেই

মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলি মাখা চরনে

মাথা নত করে রব...

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

------

গগনের নভোনীলে মনেরও গোপনে

বাজে ঐ, বাজে ঐ , বাজে ঐ

পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে

বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায়, কোকিলের কুহু তান...

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা

দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু

আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে।

Music

এই বসন্তে অনেক জন্ম আগে

তোমায় প্রথম দেখেছিলাম আমি

হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে

সেই বসন্ত এখন ভীষণ দামি

আমার কাছে, তোমার কাছে,

আমার কাছে,...

বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলি মাখা চরনে

মাথা নত করে রব...

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে ,

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে...(X2)

End

Lagnajita Chakraborty의 다른 작품

모두 보기logo

추천 내용