menu-iconlogo
huatong
huatong
avatar

Rukzana_Shahed

Listenerhuatong
🎸🎸muSic_lOver_Bd🎸🎸huatong
가사
기록
প্রথম চিঠি

প্রথম চুম্বন

প্রথম হাত ধরা

প্রথম আলিঙ্গন

প্রথম কান্না

প্রথম আনন্দ

প্রথম দীর্ঘশ্বাস

প্রথম উল্লাস

প্রথম বুঝতে পারা জীবনের মানে

প্রথম চিনতে পারা নিজেকে নিজে

প্রথম দেখতে পাওয়া ভালোবাসা কি

প্রথম বুঝে ফেলা প্রেমে পড়েছি

রুকসানা

রুকসানা

রুকসানা

রুকসানা

নববর্ষের তুমুল উৎসবে

ঈদের দিনের ফাঁকা শহরে

অঝোর বৃস্টি ঝলমলে রোদে

আগুন আজ এলো সব ফুল ফুটিয়ে

হিলারি তেঞ্জিনের পাহাড়ে চড়ার পরা

আসলে সেই কিশোরের তোমাকেই খোঁজা

পকেট ভর্তি টাকা,, হাসি আর গানে

সাহেদ রুকসানার প্রেম চলছে চুটিয়ে

রুকসানা

রুকসানা

রুকসানা

রুকসানা

ছোট্ট টি স্টলের পাঁচ কাপ চায়ে

নিসার বলা সাহেবের মিথ্যা গল্পতে

টেলিফোনের সবনা আমায়

চিনতে কি পারো

চিনতে যদি পেরেই থাকো

ঘেন্নাই আমায় করো

উনিশ শ পঁচাত্তর ব্যার্থ ভালোবাসা

সমস্যা আছে তোমার নাম

বলতে পারবনা

দারুণ সুন্দরী তুমি আবেগের তোড়ে

আমার মত আহাম্মকের পড়েছিলে প্রেমে

সাইকো সম্পর্ক তোমার আমার

ছিলো জানি কেমন

এই ভালোবাসাটা জীবনে রহস্যই রয়ে গেল

এক কথায় নিপা তুমি জীবন দিতে পারতে

সেই তুমিও হারিয়ে গেলে কানাডার বরফে

কি লাভ বল আর এই লিস্ট লম্বা করে

সাহেদ মহা সুখে আছে রুকসানার প্রেমে

রুকসানা

রুকসানা

রুকসানা

রুকসানা…

Listener의 다른 작품

모두 보기logo

추천 내용