menu-iconlogo
huatong
huatong
avatar

Dokhin Haoa Jago Jago

Madhurima Dutta Choudhury/Manomay Bhattacharyahuatong
smokin_allday_laosbohuatong
가사
기록
দখিন-হাওয়া, জাগো জাগো,

জাগাও জাগাও, জাগাও আমার সুপ্ত এ প্রাণ

দখিন-হাওয়া, জাগো জাগো,

জাগাও জাগাও, জাগাও আমার সুপ্ত এ প্রাণ

আমি বেণু, আমার শাখায় নীরব-যে হায় কত-না গান, জাগো জাগো

দখিন-হাওয়া, জাগো জাগো

পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধনহারা,

পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধনহারা

নৃত্য তোমার চিত্তে আমার মুক্তিদোলা করে যে দান, জাগো জাগো

দখিন-হাওয়া, জাগো জাগো

গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি

গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি

যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে

যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে

বন্ধভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান, জাগো জাগো

দখিন-হাওয়া, জাগো জাগো,

জাগাও জাগাও, জাগাও আমার সুপ্ত এ প্রাণ

আমি বেণু, আমার শাখায় নীরব-যে হায় কত-না গান, জাগো জাগো

দখিন-হাওয়া, জাগো জাগো

Madhurima Dutta Choudhury/Manomay Bhattacharya의 다른 작품

모두 보기logo

추천 내용