menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমের নাম বেদনা - Premer Nam Bedona

Mahamudunnabihuatong
🌙☘️M.𝐉𝐈𝐁𝐎𝐍☘️🅱🅼☘️🎼✨huatong
가사
기록
গানের কথাঃ প্রেমের নাম বেদনা...

গীতিকারঃ ডাঃ মোহাম্মদ মনিরুজ্জামান,

সুরকারঃ সত্য সাহা,

মূলশিল্পীঃ মাহমুদুন্নবী,

চলচ্চিত্রঃ নীল আকাশের নীচে (১০/১০/১৯৬৯ইং),

শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবরী/ববিতা প্রমুখ।

পরিচালকঃ নারায়ণ ঘোষ মিতা।

---Music---

প্রেমের নাম বেদনা,সে কথা বুঝিনি আগে,

দু'টি প্রাণের সাধনা,কেন যে বিধুর লাগে?

প্রেমের নাম বেদনা,সে কথা বুঝিনি আগে,

---Music---

যে প্রেম দিলো শুধু ছলনা,কেন তারে ভোলা যায় না?

কেন তারে ভোলা যায় না?

--Short Music--

যে প্রেম দিলো শুধু ছলনা,কেন তারে ভোলা যায় না?

কেন তারে ভোলা যায় না?

--Short Music--

তৃষিত আঁখি তবু পথ চেয়ে তার,

--Short Music--

তৃষিত আঁখি তবু পথ চেয়ে তার,পরশ কেন মাগে?

প্রেমের নাম বেদনা,সে কথা বুঝিনি আগে,

দু'টি প্রাণের সাধনা,কেন যে বিধুর লাগে?

---Music---

যে মন প্রতিদান পেলো না,সান্ত্বনা সে তো চায় না,

সান্ত্বনা সে তো চায় না,

--Short Music--

যে মন প্রতিদান পেলো না,সান্ত্বনা সে তো চায় না,

সান্ত্বনা সে তো চায় না,

--Short Music--

আহত আশা কেন মিছে বারেবার?

--Short Music--

আহত আশা কেন মিছে বারেবার?স্মৃতি হয়ে জাগে?

প্রেমের নাম বেদনা,সে কথা বুঝিনি আগে,

দু'টি প্রাণের সাধনা,কেন যে বিধুর লাগে?

-------

আপলোডঃ মইনুল জীবন।

Mahamudunnabi의 다른 작품

모두 보기logo

추천 내용