পাখি পাখি মন
F এত দিন ছিলে স্বপ্নলোকে/
থেকো না দূরে আর তুমি/
আমার চোখে দেখুক লোকে/
কতখানি প্রিয় আমার তুমি/
তোমাকে রাখি না কোনো প্রশ্নে/
এই আকাশ কুসুম স্বপ্নে/
কত মায়ার তুমি/
M পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়/
তোমায় নিয়ে ঘর বানাবো পাখির ডানায়।।
F চলো চলে যাই দিকশুন্যপুর/
সবুজ মাঠে বৃষ্টি টাপুরটুপুর/
ভালোলাগা শুধু বেড়ে চলে/
এমন সেই দুপুর/
M যেখানে জোনাকির ঝাঁক/
অচিন পথের বাঁক/
ভেসে যায় জোছনায়/
যেখানে তোমার পাশে আমায় মানায়।।
M পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাবো পাখির ডানায়
M তুমি ছুঁয়ে যাও ঘুম স্বপ্ন নীল/
আঙুলজুড়ে গল্প কথার মিছিল/
ভালোবাসা রঙে ছবি আঁকে/
জীবন যে বর্ণিল/
F যেখানে জোনাকির ঝাঁক/
অচিন পথের বাঁক/
ভেসে যায় জোছনায়/
দুজনে ভাসি ডুবি একই মোহনায়।।
M পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাবো পাখির ডানায়