নাটক টি দেখার আমন্ত্রন রইল
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বাঁ পাশে
আমার দুঃখ বাড়ে,
যেকোনো ঋতুর পাল্টে যাওয়া বাতাসে
আলতো গায়ে মাখি, যতনে তুলে রাখি
তোমার লেখা যত চিঠি আসে
জানলা খুলে রাখি, আসলে সবই ফাঁকি
তোমার নামে তবু আলো আসে
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বা পাশে