menu-iconlogo
logo

*আরো আগে কেন এলেনা

logo
가사
লিরিক্সঃ আরো আগে কেনো..

শিল্পীঃ রুনা লায়লা ও আগুন

সিনেমাঃ আশা ভালোবাসা

আরও ভালোবাসা দিলেনা....

কতো রজনী গেলো সজনী,

কতো রজনী গেলো সজনী

তোমায় কাছে আমি পেলাম না।

?ছেলেঃ আরও আগে কেনো এলেনা,

আরও ভালোবাসা দিলেনা....

কতো রজনী গেলো সজনী,

কতো রজনী গেলো সজনী

তোমায় কাছে আমি পেলাম না।

??ছেলে/মেয়েঃ আরও আগে কেনো এলেনা

আরও ভালোবাসা দিলেনা .....

তুমিতো ছিলেনা গো

মনের ঘরে,মনের ঘরে..।

?ছেলেঃ ফুলতো ফোটে ছিল বাগান জুড়ে

মনতো বাঁধা ছিলো

অন্য ঘরে,অন্য ঘরে..।

এই ফাগুনে পেয়েছি তোমায়

মিটাবো যতো আশা পিয়াশা।

?ছেলেঃ আরও আগে কেনো এলেনা,

আরও ভালোবাসা দিলেনা ....

কতো রজনী গেলো সজনী

তোমায় কাছে আমি পেলাম না।

??ছেলে/মেয়েঃ আরও আগে কেনো এলেনা

আরও ভালোবাসা দিলেনা.....

?ছেলেঃ বৃক্ষেরও ডালে ডালে হাজার পাতা,

বলোনা কানে কানে

মনের কথা, মনের কথা ....

আমারি বুকে জ্বলে

প্রেমের জ্বালা,প্রেমের জ্বালা..

?ছেলেঃ এইনা হাতে ধরেছি তোমায়,

এইনা হাতে ধরেছি তোমায়

জীবনে কোন দিনও ছাড়বো না।

আরও ভালোবাসা দিলেনা.....

?ছেলেঃ কতো রজনী গেলো সজনী,

??ছেলে/মেয়েঃ তোমায় কাছে আমি পেলাম না।

?ছেলেঃ আরও ভালোবাসা দিলেনা.....

??ছেলে/মেয়েঃ আরও আগে কেনো এলেনা,

আরও ভালোবাসা দিলেনা......