menu-iconlogo
huatong
huatong
avatar

কেন রে চুমকি কথা কয় না-Keno Re Chumki Kotha Koy Na

Md.Khurshid Alam/Andru Kishorhuatong
༄❥⃝𖤓M.MOIN❥⃝♻️🅱🆂🅰♻️huatong
가사
기록
গানের কথাঃ কেন রে চুমকি কথা কয় না...?

চলচ্চিত্রঃ ওস্তাদ সারগেদ,

শিল্পীঃ মোঃ খুরশিদ আলম/এন্ড্রু কিশোর,

-----------------

🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী...

-----------------

আলমঃ কেন রে চুমকি কথা কয় না...?

কিশোরঃ হায়রে হায় বিজলী আর চমকায় না...

আলমঃ কেন রে চুমকি কথা কয় না...?

কিশোরঃ হায়রে হায় বিজলী আর চমকায় না...

আলমঃ মুখেতে তালা মেরেছে,

কিশোরঃ বিজলীতে চুম্বক ধরেছে,

আলম+কিশোরঃ আগে দুইরাণী,পিছে রাজা-জনী,

আলম+কিশোরঃ রাজা-জনী...

আলম+কিশোরঃ কেন রে চুমকি কথা কয় না...?

আলম+কিশোরঃ হায়রে হায় বিজলী আর চমকায় না...

Music

আলমঃ বাঘের খাঁচায় দুটো হরিণ,নাচেরে তাক তাধীন তাধীন,

Short Music

কিশোরঃ সুন্দরবনের সুন্দরী গো,ফুলের বনে ঘর বাঁধো...

আলমঃ করোনা কো জোরাজোরি...

কিশোরঃ হার মানো তাড়াতাড়ি...

আলম+কিশোরঃ ফাঁদে পড়েছ ছাড়া পাবে না...

আলম+কিশোরঃ কেন রে চুমকি কথা কয় না...?

আলম+কিশোরঃ হায়রে হায় বিজলী আর চমকায় না...

আলমঃ মুখেতে তালা মেরেছে,

কিশোরঃ বিজলীতে চুম্বক ধরেছে,

আলম+কিশোরঃ আগে দুইরাণী,পিছে রাজা-জনী,

আলম+কিশোরঃ রাজা-জনী...

Music

কিশোরঃ যতোই রাগো মন্দ না,প্রেমেরই হাল ছাড়বো না...

Short Music

আলমঃ প্রেমের কাঁটা টোল লাগায়,যদি একবার লেগে যায়,

কিশোরঃ যতো করো টানাটানি...

আলমঃ হবে আরো কানাকানি...

আলম+কিশোরঃ এসো করি ভাব কেউ জানবে না...

আলম+কিশোরঃ কেন রে চুমকি কথা কয় না...?

আলম+কিশোরঃ হায়রে হায় বিজলী আর চমকায় না...

আলমঃ মুখেতে তালা মেরেছে,

কিশোরঃ বিজলীতে চুম্বক ধরেছে,

আলম+কিশোরঃ আগে দুইরাণী,পিছে রাজা-জনী,

আলম+কিশোরঃ রাজা-জনী...।

-----------------

আল বিদা...

Uploaded by Moinul Jibon.

Md.Khurshid Alam/Andru Kishor의 다른 작품

모두 보기logo

추천 내용