menu-iconlogo
huatong
huatong
mekhla-dasgupta-mon-kemoner-janmadin-hq-with-alaap-cover-image

Mon Kemoner Janmadin-HQ with Alaap

Mekhla Dasguptahuatong
redhairedmaryhuatong
가사
기록
আলাপ....

কেন রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না,

আমার কাছে দিন ফুরালেও আসলে না

এই মন কেমনের জন্মদিন

চুপ করে থাকা কঠিন,

তোমার কাছে খরস্রোতাও গতিহীন

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই

দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,

শুধু আমারই ..

রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না,

আমার কাছে দিন ফুরালেও আসলে না।

==========music==========

Track Created By - Gourab (Owner of Room ID 616245)

=========================

আলাপ....

জলে ভেজা, চোখবোজা

ঘুম খোঁজা ভোর,

নিশানা তীর, স্মৃতির ভীড়

এলোমেলো ঘর'দোর।

=======short music=======

জলে ভেজা, চোখবোজা

ঘুম খোঁজা ভোর,

নিশানা তীর, স্মৃতির ভীড়

এলোমেলো ঘর'দোর

মেঘ আসে এলো কিসে

ছুঁয়ে দিলেই সব চুপ,

সেই মেঘবালিকার গল্প হোক,

শহরজুড়ে বৃষ্টি হোক,

রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম।

পাতাভরা সব দু-টুকরোরা

কাল বৈশাখীর মতো মুখচোরা,

সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান

নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই

বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই

শুধু আমারই ...

আলাপ....

Mekhla Dasgupta의 다른 작품

모두 보기logo

추천 내용