menu-iconlogo
huatong
huatong
avatar

মেঘলা মেঘলা এই দিনে

মিকি মান্নানhuatong
gosierkxsrihuatong
가사
기록
মেঘলা মেঘলা এই দিনে

তোমায় পড়েছে মনে।

মেঘলা মেঘলা এই দিনে

তোমায় পড়েছে মনে।

সারাটি ক্ষণ বসে থাকি

সারাটি ক্ষণ বসে থাকি

কখন যে চুপিসারে আসবে, আমার পাশে।

মেঘলা মেঘলা এই দিনে

তোমায় পড়েছে মনে।

Ondhokarer GaaN

আকাশ মেঘে মেঘে ছেয়ে যায়

বৃষ্টির রিনিঝিনি কি ছড়ায়

হৃদয়ের প্রান্তরে মৌন নিবিড়

হৃদয়ের প্রান্তরে মৌন নিবিড়

তুমি নেই নেই।

মেঘলা মেঘলা এই দিনে

তোমায় পড়েছে মনে।

তুমি আসো নি কো বলে আজ

বিরহীর মন জুড়ে মেঘ সাঁজ।

বেদনার বৃষ্টিতে অঝোর ধারায়

বেদনার বৃষ্টিতে অঝোর ধারায়

তুমি নেই নেই।

মেঘলা মেঘলা এই দিনে

তোমায় পড়েছে মনে।

...............

মেঘলা মেঘলা এই দিনে

তোমায় পড়েছে মনে।

সারাটি ক্ষণ বসে থাকি

সারাটি ক্ষণ বসে থাকি

কখন যে চুপিসারে আসবে, আমার পাশে।

মেঘলা মেঘলা এই দিনে

তোমায় পড়েছে মনে।

ও.মেঘলা মেঘলা এই দিনে

তোমায় পড়েছে মনে।

추천 내용