একটু একটু করে তুমি হৃদয়ে বাধলে ভাষা
তোমায় পেয়ে রঙিন হলো আমার যতো আশা
একটু একটু করে তুমি হৃদয়ে বাধলে ভাষা
তোমায় পেয়ে রঙিন হলো আমার যতো আশা
দুচোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়
তোমায় ঘিরে আমার যতো ভালবাসা
একটু একটু করে তুমি হৃদয়ে বাধলে ভাষা
তোমায় পেয়ে রঙিন হলো আমার যতো আশা
মনেরি ছবিটাই দেখি যে তোমায়
প্রেমেরি কবিতায় লিখি যে তোমায়
সামনে দাড়ালে দুহাত বাড়ালে
উদাসী স্বপ্ন গুলো ভাষা খুঁজে পায়
মনেরি ছবিটাই দেখি যে তোমায়
প্রেমেরি কবিতায় লিখি যে তোমায়
সামনে দাড়ালে দুহাত বাড়ালে
উদাসী স্বপ্ন গুলো ভাষা খুঁজে পায়
দুচোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়
তোমায় ঘিরে আমার যতো ভালবাসা
একটু একটু করে তুমি হৃদয়ে বাধলে ভাষা
তোমায় পেয়ে রঙিন হলো আমার যতো আশা
দিনেরি সুচনায় পাই শুধু তোমায়
রাতেরি জোছনায় চাই শুধু তোমায়
তোমারি মায়াতে সুখেরি ছায়াতে
আবেগি মন্টা আমার পথ খুঁজে পায়
দিনেরি সুচনায় পাই শুধু তোমায়
রাতেরি জোছনায় ছাই শুধু তোমায়
তোমারি মায়াতে সুখেরি ছায়াতে
আবেগি মন্টা আমার পথ খুঁজে পায়
দুচোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়
তোমায় ঘিরে আমার যতো ভালবাসা
একটু একটু করে তুমি হৃদয়ে বাধলে ভাষা
তোমায় পেয়ে রঙিন হলো আমার যতো আশা
সমাপ্ত