menu-iconlogo
huatong
huatong
avatar

Ki Tomar Name Minar

Minar Rahmanhuatong
scootrruddrhuatong
가사
기록
সারাক্ষণ, কেন যে ভাবাও,

মায়াবী, মায়াজালে, জড়াও ।

নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।

ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।

সারাক্ষণ, কেন যে ভাবাও,

মায়াবী, মায়াজালে, জড়াও ।

নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।

ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।

কোথায় থাকো? কি তোমার নাম?

কেন আবেগ মাখো অবিরাম ।

কোথায় থাকো? কি তোমার নাম?

কেন আবেগ মাখো অবিরাম ।

কেন আবেগ মাখো অবিরাম,

কখনো উড়াও ..., কখনো ভাসাও ...

কখনো ভাবাও... কখনো হাসাও ।

অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,

কথা হয়, রাত ভর, তারায় তারায় ।

তোমার ভেতরে আজ নীরবতা,

আমায় ঘিরে রাখে অস্থিরতা ।

অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,

কথা হয়, রাত ভর, তারায় তারায় ।

তোমার ভেতরে আজ নীরবতা,

আমায় ঘিরে রাখে অস্থিরতা ।

কোথায় থাকো? কি তোমার নাম?

কেন আবেগ মাখো অবিরাম ।

কোথায় থাকো? কি তোমার নাম?

কেন আবেগ মাখো অবিরাম ।

কেন আবেগ মাখো অবিরাম ...।

কখনো উড়াও., কখনো ভাসাও ...

কখনো ভাবাও... কখনো হাসাও ।

কখনো উড়াও., কখনো ভাসাও ...

কখনো ভাবাও... কখনো হাসাও ।

কখনো হাসাও...।।

Minar Rahman의 다른 작품

모두 보기logo

추천 내용

Ki Tomar Name Minar - Minar Rahman - 가사 & 커버