menu-iconlogo
huatong
huatong
avatar

Je Tuku Shomoy Tumi Thako Kache

mitali/Bhupendorhuatong
ONGKUR🌱huatong
가사
기록

Male:

যে টুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

Female:

যে টুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

Male:

ব্যথার সমাধিতে বসে এ মন

ফোটায় আষাঢ় ফুল রাশি রাশি

যখন দেখি ওই মুখে হাসি

Female:

সপ্ন থেকে আসো নয়নেতে

নয়ন থেকে তুমি স্বপ্ন হাড়াও

জাগরণে এসে কাছে দাঁড়াও

Both:

যে টুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

Male:

শিশুকালের রুপকথাগুলো

পায়ে পায়ে সব আসে ফিরে

তোমার কথা রুপকথা ফিরে

Female:

ভুলে ভরা যতো স্বরলিপি

গানের কোকিল হয়ে ওঠে ডেকে

কাছে এলে তুমি দূরে থেকে

Both:

যে টুকু সময় তুমি থাকো কাছে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথই আঁধার।

mitali/Bhupendor의 다른 작품

모두 보기logo

추천 내용