তেঁতুল গাছের পেত্নীয়ে,ভর করেছে আমারে 
জোসনা ভরা রাতে, দেখি আন্ধার চোঁখে 
তেঁতুল গাছের পেত্নীয়ে,ভর করছে আমারে 
জোসনা ভরা রাতে, দেখি আন্ধার চোঁখে 
তাইতো বাবা-১ 
তাইতো বাবা আইছি তোমার দরবারে... 
এ বাবা _ /_ দে বাবা 
এ বাবা /একটা তাবিজ দে পেত্নী তারাতে 
এ বাবা /একটা তাবিজ দে পেত্নী তারাতে 
এ জান্তাম কি আর 
তেঁতুল গাছে 
কালা পেত্নী থাকে..এ এ 
তাইলে কি আর, রাত দুপুরে 
জাইতাম ঐ তেঁতুল তলে..এ এএ 
এ জান্তাম কি আর 
তেঁতুল গাছে 
কালা পেত্নী থাকে..এ এএ 
তাইলে কি আর, রাত দুপুরে 
জাইতাম ঐ তেঁতুল তলে... 
পাইয়া কয় আমারে,ছাড়বে না জিবোনে 
পাইয়া কয় আমারে,ছাড়বে না জিবোনে 
তাইতো বাবা-১ 
তাইতো বাবা আইছি তোমার দরবারে... 
এ বাবা _ /_ দে বাবা 
এ বাবা /একটা তাবিজ দে পেত্নী তারাতে 
এ বাবা /একটা তাবিজ দে পেত্নী তারাতে 
এ /এতো জ্বালা, দেয় পেত্নীয়ে... 
থাকতে পাড়ি না ঘড়ে... 
আমায় নিয়ে..গুড়ে চায় সে 
পুরোন তেঁতুল তলে.. 
এ এতো জ্বালা, দেয় পেত্নীয়ে 
থাকতে পাড়ি না ঘড়ে... 
আমায় নিয়ে..গুড়ে চায় সে 
পুরোন তেঁতুল তলে.. 
কালা পেত্নী মনেতে দরছে নাকি আমারে 
কালা পেত্নী মনেতে দরছে নাকি আমারে 
তাইতো বাবা-১ 
তাইতো বাবা আইছি তোমার দরবারে... 
এ বাবা _ /_ দে বাবা 
এ বাবা একটা তাবিজ দে পেত্নী তারাতে 
এ বাবা একটা তাবিজ দে পেত্নী তারাতে