menu-iconlogo
huatong
huatong
mohammed-azizalka-yagnik-chokh-duto-tanna-tanna-cover-image

Chokh Duto Tanna Tanna

Mohammed Aziz/Alka Yagnikhuatong
natha66551huatong
가사
기록
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

কখনো সাজেনা ....

কাজল ও পরেনা...

কখনো সাজেনা ....

কাজল ও পরেনা...

তবু রূপেরই বাহার

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

শাড়ির আঁচল জড়িয়ে গায়ে

নুপুর ছাড়া দুটি পায়ে

পথ চলে সে ধীরে ধীরে

দেখেনা আমায় ফিরে

শাড়ির আঁচল জড়িয়ে গায়ে

নুপুর ছাড়া দুটি পায়ে

পথ চলে সে ধীরে ধীরে

দেখেনা আমায় ফিরে

কখনো সাজেনা ....

আলতাও ও পরেনা...

কখনো সাজেনা ....

আলতাও ও পরেনা...

তবু রূপেরই বাহার

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

ফুলের মতোই দেখতে যে সে

মুক্ত ঝরে উঠলে হেসে

দেখে তারে এলো চুলে

গেছি যে সবই ভুলে

ফুলের মতোই দেখতে যে সে

মুক্ত ঝরে উঠলে হেসে

দেখে তারে এলো চুলে

গেছি যে সবই ভুলে

কখনো সাজেনা ....

চুলতো বাধে না

কখনো সাজেনা ....

চুলতো বাধে না

তবু রূপেরই বাহার

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

কেমন করে বলবো তাকে

ভালোবাসি আমি তোমাকে

দেয়না সাড়া ডাকলে তারে

বুজাবো কেমন করে

কেমন করে বলবো তাকে

ভালোবাসি আমি তোমাকে

দেয়না সাড়া ডাকলে তারে

বুজাবো কেমন করে

কথা সে বলেনা ভুলেও হাসে না

কথা সে বলেনা ভুলেও হাসে না

তবু রূপেরই বাহার

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

কখনো সাজেনা ....

কাজল ও পরেনা...

কখনো সাজেনা ....

কাজল ও পরেনা...

তবু রূপেরই বাহার

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল

Mohammed Aziz/Alka Yagnik의 다른 작품

모두 보기logo

추천 내용