menu-iconlogo
huatong
huatong
avatar

Aami Sudhu Cheyechi Tomay

Mohammed Irfan/Nakash Aziz/Shadaab Hashmihuatong
no1yankeesfanhuatong
가사
기록
টাল মাটাল মনটা কিছু

তোমায় বলতে চায়

বেসামাল ভাবনা গুলো

তোমায় ছুঁতে চায়

টাল মাটাল মনটা কিছু

তোমায় বলতে চায়

বেসামাল ভাবনা গুলো

তোমায় ছুঁতে চায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

না লেখা চিঠিগুলো মন পাহারায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়

ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়

সেই ছবি উঠল ভেসে

চোখেরই পাতায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়

Mohammed Irfan/Nakash Aziz/Shadaab Hashmi의 다른 작품

모두 보기logo

추천 내용