menu-iconlogo
huatong
huatong
moheener-ghoraguli-bhalo-lagey-cover-image

Bhalo Lagey

Moheener Ghoragulihuatong
🤘BitLess🤘☣️huatong
가사
기록
ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে

ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে

ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে

দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে

কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে।

তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।

ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে

প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে।

জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে

ভালোবাসি এক মনে কবিতা পড়তে।

তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।

যখন… দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে

শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে

তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই

সুদিন.. কাছে এসো,

ভালোবাসি একসাথে এই সব কিছুই।

Guiter Solo

Track Uploaded: Ahsan-Gp

ভালোবাসি পিকাসো, বুনুয়েল, দান্তে

বিট্ল্স্, ডিলান আর বেথোফেন শুনতে ।

রবিশঙ্কর আর আলি আকবর শুনে

ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।

যখন.. দেখি ওরা কাজ করে গ্রামে-বন্দরে

শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে

তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই

সুদিন.. কাছে এসো,

ভালোবাসি একসাথে এই সব কিছুই।

যখন.. দেখি ওরা কাজ করে গ্রামে-বন্দরে

শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে

তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই

সুদিন.. কাছে এসো,

ভালোবাসি একসাথে এই সব কিছুই।

Track Uploaded: Ahsan-Gp

Moheener Ghoraguli의 다른 작품

모두 보기logo

추천 내용