Lyrics: Ek Din Ghum Venge Dekhi
Sheikh Ishtiak
Starmaker official upload
Mahamud Hasan
একদিন ঘুম ভেঙ্গে দেখি
সুখের সমুদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা
নিস্প্রান দেহ হয়ে
শুকনো বালুর বুকে
পড়ে আছে….
একদিন ঘুম ভেঙ্গে দেখি
মিউজিক
নীল নেই আকাশে
নেই কোন নীল
ভাসে না চোখে আর
আলো ঝিলমিল
শুভ্র মেঘগুলি
কালো শাড়ি পড়ে
উড়ায় বিষাদের আচল
সূর্যটা যেন আজ
আড়ালে লুকিয়ে
থেকে থেকে দেয় উকি
সূর্যটা যেন আজ
আড়ালে লুকিয়ে
থেকে থেকে দেয় উকি
একদিন ঘুম ভেঙ্গে দেখি
মিউজিক
কূল নেই জীবনের
ভেঙ্গেছে দু’কূল
অকালে ঝরেই গেছে
প্রেমেরই মুকুল
স্তব্ধ হয়ে আছে
পাখিগুলি ভোরে
কান্নার ঢেউ চেপে বুকে
শেষ হয়ে গেছে আজ
আশা যত জীবনে
মরণ যেন শুধু বাকি
শেষ হয়ে গেছে আজ
আশা যত জীবনে
মরণ যেন শুধু বাকি
একদিন ঘুম ভেঙ্গে দেখি
সুখের সমুদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা
নিস্প্রান দেহ হয়ে
শুকনো বালুর বুকে
পড়ে আছে….
একদিন ঘুম ভেঙ্গে দেখি
সুখের সমুদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা
নিস্প্রান দেহ হয়ে
শুকনো বালুর বুকে
পড়ে আছে…
একদিন ঘুম ভেঙ্গে দেখি
একদিন ঘুম ভেঙ্গে দেখি
একদিন ঘুম ভেঙ্গে দেখি