menu-iconlogo
huatong
huatong
avatar

একটাই কথা আছে বাংলাতে

Moni Kishor huatong
pitbulldog1huatong
가사
기록
একটাই কথা আছে বাংলাতে

মুখ আর বুক বলে এক সাথে

সে হল..বন্ধু..বন্ধু আমার

বন্ধু আমার বন্ধু আমার

একটাই কথা আছে বাংলাতে

মুখ আর বুক বলে এক সাথে

সে হল...বন্ধু....

বন্ধু আমার বন্ধু আমার

কে গরীব কে আমীর সে মানেনা

জাতের বিচার করা সে জানেনা

সে হল...বন্ধু......

বন্ধু আমার বন্ধু আমার

দুহাতে মোহর গিনী ছড়িয়ে গেলে

এ জগতে নামী দামী কতো কি মেলে

টাকায় যায় না কেনা বন্ধু কোথাও

সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে

তুমি যে বন্ধু বন্ধু আমার

একটাই কথা আছে বাংলাতে

মুখ আর বুক বলে এক সাথে

সে হল...বন্ধু....

বন্ধু আমার বন্ধু আমার

এক মার গর্ভেতে জন্ম না হয়

বন্ধুকে বলি তবু নিজেরি যে ভাই

রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই

হৃদয়ের এতো মিল রয়ে গেছে যাতে

তুমি যে বন্ধু বন্ধু আমার

একটাই কথা আছে বাংলাতে

মুখ আর বুক বলে এক সাথে

সে হল...বন্ধু ...

বন্ধু আমার বন্ধু আমার

কোনদিনও ছাড়বো না,বন্ধু তোমায়

রয়ে যাবো চিরদিন এক দুজনায়

আনন্দে দুঃখে হবো একাকার

জীবনে মরনে রবো তোমাতে আমাতে

তুমি যে বন্ধু বন্ধু আমার

একটাই কথা আছে বাংলাতে

মুখ আর বুক বলে এক সাথে

সে হল...বন্ধু...বন্ধু আমার

বন্ধু আমার বন্ধু আমার...

Moni Kishor 의 다른 작품

모두 보기logo

추천 내용