menu-iconlogo
logo

Amay Tumi Mone Rakho

logo
가사

আমায় তুমি মনে রাখ না রাখ

তোমায় তো ভুলা যাবেনা

ও..হৃদয়ের এ বাঁধন

রয়ে যাবে আজীবন

কিছুতেই খোলা যাবেনা আ আ

আমায় তুমি মনে রাখ না রাখ

তোমায় তো ভুলা যাবেনা

না তোমায় তো ভুলা যাবেনা

ভালোবাসার দিন গুলি

সৃতি হয়ে কাঁদে

তোমার কথা মনে হলেই

গ্রহণ লাগে চাঁদে

ভালোবাসার দিন গুলি

সৃতি হয়ে কাঁদে

তোমার কথা মনে হলেই

গ্রহণ লাগে চাঁদে

প্রাণে প্রাণে যে নাম

চোখের জলে লিখলাম

কোন দিনই মুছা যাবেনা আ আ

আমায় তুমি মনে রাখ না রাখ

তোমায় তো ভুলা যাবেনা

না তোমায় তো ভুলা যাবেনা

তুমি আমার নয়ন জুড়ে

স্বপ্ন হয়ে ছিলে

সে নয়নেই অঝর ধারায়

শ্রাবন হয়ে এলে

তুমি আমার নয়ন জুড়ে

স্বপ্ন হয়ে ছিলে

সে নয়নেই অঝর ধারায়

শ্রাবন হয়ে এলে

পুড়েছি বিরহ অনলে

আর কোন আগুন জ্বেলে

এই প্রেম পুড়া যাবেনা আ আ

আমায় তুমি মনে রাখ না রাখ

তোমায় তো ভুলা যাবেনা

ও..হৃদয়ের এ বাঁধন

রয়ে যাবে আজীবন

কিছুতেই খোলা যাবেনা আ আ

আমায় তুমি মনে রাখ না রাখ

তোমায় তো ভুলা যাবেনা

না তোমায় তো ভুলা যাবেনা

,Thanks

Amay Tumi Mone Rakho - Monir Khan - 가사 & 커버