menu-iconlogo
huatong
huatong
avatar

O Mon Romjaner Oi Rojar Sese

Muhin/Gamsa Polash/Mimhuatong
mstrlindseyhuatong
가사
기록
ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে,

শোন আসমানী তাগিদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে,

শোন আসমানী তাগিদ

তোর সোনা দানা বালাখানা

সব রাহে লিল্লাহ

তোর সোনা দানা বালাখানা

সব রাহে লিল্লাহ

দে যাকাত মূরদা মুসলিমে আজ

ভাঙ্গাইতে নিদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে,

শোন আসমানী তাগিদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

তুই পড়বি ঈদের নামাজ রে মন

সেই সে ঈদগাহে

তুই পড়বি ঈদের নামাজ রে মন

সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম

হয়েছে সহিদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে,

শোন আসমানী তাগিদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

এলো খুশির ঈদ

এলো খুশির ঈদ

আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন

হাত মেলাও হাতে

আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন

হাত মেলাও হাতে

তোর প্রেম দিয়ে কওর বিশ্ব নিখিল

ইসলামে মুরিদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে,

শোন আসমানী তাগিদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

তোরে মারল ছুড়ে জীবন জুড়ে

ইট পাথর যারা

তোরে মারল ছুড়ে জীবন জুড়ে

ইট পাথর যারা

সেই পাথর দিয়ে তোলরে গড়ে

প্রেমেরই মসজিদ,

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে,

শোন আসমানী তাগিদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ

ও মন রমজানের ওই রোজার শেষে,

এলো খুশির ঈদ....

Muhin/Gamsa Polash/Mim의 다른 작품

모두 보기logo

추천 내용