menu-iconlogo
huatong
huatong
avatar

Chele Amar Mosto Manush

Nachiketa Chakrabortyhuatong
가사
기록
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার

নানান রকম জিনিস,আর আসবার দামী দামী

সবচেয়ে কম দামী ছিলাম একমাথরো আমি

ছেলে আমার,আমার অগাধ সমভাম

আমার ঠিকানা,তাই বৃদ্ধশ্রম...

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না

সেসব নাকি বেশ পুরনো,ফ্লাটে রাখা যায় না

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না

সেসব নাকি বেশ পুরনো,ফ্লাটে রাখা যায় না

ওর বাবার ছবি,ঘড়ি ছড়ি বিদায় হলো তারা তারি

যেরে দিলো কাকে খেলো পুষা বুড়ো ময়না

স্বামী স্ত্রী আর এলটেশিয়েন জায়গা বড়ই কম

আমার ঠিকানা,তাই বৃদ্ধশ্রম...

নিজে হাতে,ভাত খেতে পারতো নাতো খোকা

বলতাম আমি না থাকলে কি করবি বোকা

ঠোট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে

খোকা বধহয় আর কাঁদেনা,নেই বুজি আর মনে

ছোট্ট বেলায় স্বন্প দেখে উঠতো খোকা কেঁদে

দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে

দু হাত আজো খোঁজে ভুলে যায় যে একদম

আমার ঠিকানা,তাই বৃদ্ধশ্রম...

খোকারও হয়েছে ছেলে দু বছর হলো

আর তো বছর প্রচিশ ঠাকুর মুখ তলো

একশো বছর বাঁচতে চাই,এখন আমার ষাট

পচিশ বছর পরে খোকার হবে উনষাট

আশ্রমের এই ঘরটা ছটো জায়গা অনেক বেশী

খোকা আমি দু জনেতে থাকবো পাশা পাশি

সেই দিনটার স্বপ্ন দেখি ভীষন রকম

মূখো মুখি আমি খোকা বৃদ্ধশ্রম

মূখো মুখি আমি খোকা বৃদ্ধশ্রম

Nachiketa Chakraborty의 다른 작품

모두 보기logo

추천 내용