menu-iconlogo
huatong
huatong
avatar

আমি বেচে থাকতে চাইগো Ami beche takte chaigo hd

Nasib BDhuatong
🖤⃝ᶦᶬ᭄Nasib🖤⃝࿐bᵈ᭄huatong
가사
기록
মেয়েঃ তু রুরু রুরু রুরু রুর

শিল্পীঃ কনক চাঁপা ও মনির খান

মেয়েঃ আমি বেচে থাকতে চাইগো

আমি মরে গেলেও চাইগো

চিরদিন তোমায় চাওয়া

ফুরাবেনা হলেও পাওয়া

অনন্ত প্রিয়াশা তুমি গো..

ছেলেঃ আমি বেচে থাকতে চাইগো

আমি মরে গেলেও চাইগো

চিরদিন তোমায় চাওয়া

ফুরাবেনা হলেও পাওয়া

অনন্ত প্রিয়াশা তুমি গো..

মেয়েঃ আমি বেচে থাকতে চাইগো

আমি মরে গেলেও চাইগো

My all song Scarce

Nasib BD

মেয়েঃ অন্তরে বাহিরে দেখি তুমি শুধু তুমি

এক পলকও তুমি ছাড়া বাচিনা যে আমি

=====N=====

ছেলেঃ অন্তরে বাহিরে দেখি তুমি শুধু তুমি

এক পলকও তুমি ছাড়া বাচিনা যে আমি

মেয়েঃ চিরদিন গেয়ে যাবো

চিরকাল বেয়ে যাবো

প্রেমের এ তৈরী এসো গো

ছেলেঃ আমি বেচে থাকতে চাইগো

আমি মরে গেলেও চাইগো

Follow me for new Song

ছেলেঃঃ একুল ওকুল দুই কুলেতেই প্রহরে প্রহরে

তোমায় নিয়ে ভালবাসার বাসর যাবো গড়ে

======N=======

মেয়েঃ একুল ওকুল দুই কুলেতেই প্রহরে প্রহরে

তোমায় নিয়ে ভালবাসার বাসর যাবো গড়ে

ছেলেঃ চিরদিন থেকো চোখে

চিরকাল রেখো বুকে

এটুকো আশাই বাধি গো

মেয়েঃ আমি বেচে থাকতে চাইগো

আমি মরে গেলেও চাইগো

চিরদিন তোমায় চাওয়া

ফুরাবেনা হলেও পাওয়া

অনন্ত প্রিয়াশা তুমি গো

ছেলেঃ আমি বেচে থাকতে চাইগো

আমি মরে গেলেও চাইগো

চিরদিন তোমায় চাওয়া

ফুরাবেনা হলেও পাওয়া

অনন্ত প্রিয়াশা তুমি গো

মেয়েঃআমি বেচে থাকতে চাইগো

আমি মরে গেলেও চাইগো

Thanks All

Nasib BD의 다른 작품

모두 보기logo

추천 내용