menu-iconlogo
huatong
huatong
avatar

তখন গড়াই নদীর বুকে খরা

Nasirhuatong
nbatdorfhuatong
가사
기록
তখন গড়াই নদীর বুকে খরা

শিল্পী মনির খান

Upoaded By NASIR BMG

Please Follow Me and Get Un common

all Hi vocal music Thanks All

তখন গড়াই নদীর বুকে খরা;

আমার প্রেমের নদী ছিলো ভরা।

বালুচরে সারা রাত ছিলাম দুজন

দু'টি ফুলের একটি তোড়া

ও ও গড়াই নদীর বুকে খরা

Upoaded By NASIR BMG

Please Follow Me and Get Un common

all Hi vocal music Thanks All

সে রাত ছিল শুধু ভাল যে বাসার,

কাছাকাছি তবু আরো কাছে আসার

সে রাত ছিল শুধু ভাল যে বাসার,

কাছাকাছি তবু আরো কাছে আসার

এতো কাছে এসেও এতো ভালবেসেও

ভাঙল সে প্রেমের জোড়া

ও ও গড়াই নদীর বুকে খরা

Upoaded By NASIR BMG

Please Follow Me and Get Un common

all Hi vocal music Thanks All

সেদিন ছিল শুধু হৃদয় বোঝার,

চোখে চোখ চেয়ে আরো কত কি খোঁজার

সেদিন ছিল শুধু হৃদয় বোঝার,

চোখে চোখ চেয়ে আরো কত কি খোঁজার

এতো খুঁজে খুঁজেও গেছি আমি বুঝেও

আমারি তো কপাল পোড়া

ও ও গড়াই নদীর বুকে খরা

আমার প্রেমের নদী ছিলো ভরা

বালুচরে সারা রাত ছিলাম দুজন

দু'টি ফুলের একটি তোড়া

ও ও গড়াই নদীর বুকে খরা

Thanks All

Nasir의 다른 작품

모두 보기logo

추천 내용