menu-iconlogo
huatong
huatong
avatar

আমার বাড়ির উপর দিয়া কারা - নাসির

Nasirhuatong
💞Rumon💞Hossain💞ASA💞.huatong
가사
기록
আমার বাড়ির উপর দিয়া

কারা জানি যায় নিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া।।

আমার বাড়ির উপর দিয়া

কারা জানি যায় নিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া।

কত মানুষ আগে পিছে

বন্ধু চোখের জল মুছে

আমার ঘরের দিকে থাকায় ফিরিয়া ফিরিয়া।

আমার বাড়ির উপর দিয়া

কারা জানি যায় নিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া।।

আমার সাথে বন্ধুর ছিল এমন ভালোবাসা

দিনে রাইতে আমার ঘরে করত যাওয়া আসা।

আমার সাথে বন্ধুর ছিল এমন ভালোবাসা

দিনে রাইতে আমার ঘরে করত যাওয়া আসা

বাড়ি ফিরতে দেরি হলে

কোথায় গেলে না বলে..?

অভিমানে কাঁদতো আমায় জড়ায়া ধরিয়া

আমার বাড়ির উপর দিয়া

কারা জানি যায় নিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া।

কত রকম স্বপ্ন ছিল মনে ছিল আশা

একি সাথে থাকবো দুজন বাধবো সুখের বাসা।

কত রকম স্বপ্ন ছিল মনে ছিল আশা

একি সাথে থাকবো দুজন বাধবো সুখের বাসা।

হাতের ছোয়া আছে যে তার

যা কিছু ধরে আমার

তারে ছাড়া বাঁচবো না রে যাবো যে মরিয়া

আমার বাড়ির উপর দিয়া

কারা জানি যায় নিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া।।

আমার বাড়ির উপর দিয়া

কারা জানি যায় নিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া

কত মানুষ আগে পিছে

বন্ধু চোখের জল মুছে

আমার ঘরের দিকে থাকায় ফিরিয়া ফিরিয়া

আমার বাড়ির উপর দিয়া

কারা জানি যায় নিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া

আমার পরাণ বন্ধুরে পালকিতে করিয়া।।

Nasir의 다른 작품

모두 보기logo

추천 내용