menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Buke Joto Kosto Ace

Nasirhuatong
mossimo_28_ushuatong
가사
기록
আমার বুকে যত,কষ্ট আছে...

সাগরের বুকে,তত জলও নেই ।

আমার বুকে যত,দুঃখ আছে...

সাগরের বুকে,তত জলও নেই ।

এত ভালোবেসে,কষ্ট দেবে শেষে

এত ভালোবেসে..কষ্ট দেবে শেষে

ভাবতে অবাক লাগে তুমি কি সেই..

আমার বুকে যত,কষ্ট আছে...

সাগরের বুকে,তত জলও নেই ।

মরে গেসে সব আশা

ভেংগে দিয়েছ এ বুক ।

কে আছে এমন,দুকে দেবে ভরসা..

দুটি চোঁখে ঝরে আজ,বসন্ত এলে র্বষা..

মরে গেসে সব আশা

ভেংগে দিয়েছ এ বুক ।

কে আছে এমন,দুকে দেবে ভরসা..

দুটি চোঁখে ঝরে আজ,বসন্ত এলে র্বষা..

হৃদয়ের যত ব্যথা,যনো প্রীতি আঁকা

হৃদয়ের যত ব্যথা,যনো প্রীতি আঁকা

জরিয়ে থাকে শুধু,এই আমাকে....

আমার বুকে যত,দুঃখ আছে...

সাগরের বুকে,তত জলও নেই ।

তোমারী সে ভালোবাসা

কেরে নিয়েছে সে যে সুখ

কিছুতেই আমায়,সুখী হতে দিলো,না...

তুমি ভুলে যাবে হায়,

এমনও তো,কথা ছিলনা...

তোমারী সে ভালোবাসা

কেরে নিয়েছে সে যে সুখ

কিছুতেই আমায়,সুখী হতে দিলো,না...

তুমি ভুলে যাবে হায়

এমনও তো,কথা ছিলনা...

সময়ের অবকাশে,সৃথীর নীল আকাশে

সময়ের অবকাশে,সৃথীর নীল আকাশে

এখনও খুঁজি আমি,সেই তোমাকেই...

আমার বুকে যত,দুঃখ আছে...

সাগরের বুকে,তত জলও নেই ।

আমার বুকে যত,দুঃখ আছে...

সাগরের বুকে,তত জলও নেই ।

এত ভালোবেসে,কষ্ট দেবে শেষে

এত ভালোবেসে..কষ্ট দেবে শেষে

ভাবতে অবাক লাগে তুমি কি সেই..

আমার বুকে যত,কষ্ট আছে...

সাগরের বুকে,তত জলও নেই ।

Nasir의 다른 작품

모두 보기logo

추천 내용