Hridoy Kada Matir kono
by Nishita Barua
Original by Renaissance
হৃদয়
কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন
উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে
হৃদয়
কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
----------------------- Tune MRITTUNJOY PAUL『ツ』SID-13372591463--------------------------
শুকনো মাঠে ফুল ফোটানো
সারাবেলার খেলা
শূন্যতার মাঝে গড়ি
বীনিসূতোর মালা
শুকনো মাঠে ফুল ফোটানো
সারাবেলার খেলা
শূন্যতার মাঝে গড়ি
বীনিসূতোর মালা
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়
হৃদয়
কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন
উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে
হৃদয়
কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
----------------------- Tune MRITTUNJOY PAUL『ツ』SID-13372591463--------------------------
অন্তর্চক্ষু খোলা রাখি
সবই আমি দেখি
সাধ্যি কার এই ভূবনে
দেবে আমায় ফাঁকি
অন্তর্চক্ষু খোলা রাখি
সবই আমি দেখি
সাধ্যি কার এই ভূবনে
দেবে আমায় ফাঁকি
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়
হৃদয়
কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন
উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে
হৃদয়
কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
আঘাত দিলেই ভেঙে যাবে
হৃদয় ভেঙে যাবে
আঘাত দিলেই ভেঙে যাবে
আরে ভেঙে যাবে, আরে ভেঙে যাবে
হৃদয় ভেঙে যাবে
আঘাত দিলেই ভেঙে যাবে
আরে ভেঙে যাবে, আরে ভেঙে যাবে
আঘাত দিলেই ভেঙে যাবে
আরে ভেঙে যাবে, আরে ভেঙে যাবে
আঘাত দিলেই ভেঙে যাবে
………………
রেনেসাঁ
For Track Request:
MRITTUNJOY PAUL『ツ』
SID-13372591463