menu-iconlogo
huatong
huatong
가사
기록
Alright, ladies and gentleman

It's your girl, Nusraat Faria

AKA the পটাকা

এই প্রেমের পুরোনো খেলা আর জমে না (আর জমে না)

তোমার প্রেমের নেশা আমায় আর পাবে না

বেসেছি ভালো তাই বলে কি মেনে নেবো তোমার সবই?

ছলাকলা লুকোচুরি আমার সাথে না

কথা যে ছিল দু'জনে হবো দু'জনের পুরোটাই

না জেনে শুধু ব্যথা তুমি দিয়েছো, আমি তাই

হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

মাতাল রোমিও হলে হবে কী

প্রমাণ করতে না পারো যদি

মুখের কথায় গলবে না এ মন

দূরে দূরে থাকো, তাই ভালো

আরে ডাকতে তুমি কত নামে

কী দেখালে পরিণামে?

মিছে কথার বাতি জ্বেলে

বারেবারে শুধু বোকা সাজালে

শিখেছি আমি তোমার থেকেই

"না" বলে ফিরিয়ে দিতে তোমাকে

চেয়েছো তুমি আমায় পোড়াতে

আমি ভালো থাকি বিপরীতে

কথা যে ছিল দু'জনে হবো দু'জনের পুরোটাই

না জেনে শুধু ব্যথা তুমি দিয়েছো, আমি তাই

হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

হয়েছি রে পটাকা-কা-কা, পটা-পটা-কা-কা

রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

Nusraat Faria의 다른 작품

모두 보기logo

추천 내용