menu-iconlogo
huatong
huatong
avatar

কাল সারারাত আমি তোমায় মনেে একেছি Kal Sararat Ami Tomay Mone Ekes

Obscurehuatong
Rownok_Rony🎶BD💜AMB🇧🇩huatong
가사
기록
সংগ্রহ Rownok Rony 114053

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

আর তুমি ছাড়া আমার জীবন

কাঁটবে ভেবে কাঁদেছি।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

সংগ্রহ Rownok Rony 114053

ব্যাথা দিয়ে ঢেকেছ আশা

দুখে সাজিয়েছ ভালবাসা।

ব্যাথা দিয়ে ঢেকেছ আশা

দুখে সাজিয়েছ ভালবাসা।

হৃদয় বীনার তার ছিড়েছ

দূরে সরে গিয়ে মোরে ভুলেছ।।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি

সংগ্রহ Rownok Rony 114053

শুরুতেই হয়েছে যা শেষ

রয়ে গেছে তবু তার রেশ।

শুরুতেই হয়েছে যা শেষ

রয়ে গেছে তবু তার রেশ।

মমতায় গড়েছিলে যে বাধন

কোন ভুলে ভেঙ্গে দিলে সে স্বপন।।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

আর তুমি ছাড়া আমার জীবন

কাঁটবে ভেবে কাঁদেছি।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

সংগ্রহ Rownok Rony 114053

Obscure의 다른 작품

모두 보기logo

추천 내용

কাল সারারাত আমি তোমায় মনেে একেছি Kal Sararat Ami Tomay Mone Ekes - Obscure - 가사 & 커버