menu-iconlogo
huatong
huatong
partha-barua--cover-image

স্মরণ করো_RΞZΛ

Partha Baruahuatong
____অদৃশ্যhuatong
가사
기록
একাকী এ শহরে

কখনও তুমি যদি ঘুম হারাও

দূরে আছি বলেই

কখনও তুমি যদি অশ্রু ঝরাও

এ গান স্মরণ করো

নিভৃতে খুব নীরবে

ধ্রুবতারা হয়ে দেখো আমি

আসবো তোমার আকাশে

একাকী এ শহরে

কখনও তুমি যদি ঘুম হারাও

দূরে আছি বলেই

কখনও তুমি যদি অশ্রু ঝরাও

এ গান স্মরণ করো

নিভৃতে খুব নীরবে

ধ্রুবতারা হয়ে দেখো আমি

আসবো তোমার আকাশে

_________অদৃশ্য

বৃষ্টি হয়ে যেন তোমায়

রিমঝিম সুরে আনন্দ দেবো

বাতাস হয়ে বন্য সুবাস

তোমার চুলে ছড়িয়ে দেবো

তবুও হঠাৎ যদি কাছে পেতে চাও

আমাকে

এ গান স্মরণ করো

নিভৃতে খুব নীরবে

ধ্রুবতারা হয়ে দেখো আমি

আসবো তোমার আকাশে

_________অদৃশ্য

ছায়া হয়ে যেন তোমার

নিঃসঙ্গতায় আমি সঙ্গী হবো

রাত ফুরোলে শিশির ভোরে

তোমার দুটি চোখে ঘুম হবো

তবুও হঠাৎ যদি তুমি দেখতে চাও

আমাকে

এ গান স্মরণ করো

নিভৃতে খুব নীরবে

ধ্রুবতারা হয়ে দেখো আমি

আসবো তোমার আকাশে

একাকী এ শহরে

কখনও তুমি যদি ঘুম হারাও

দূরে আছি বলেই

কখনও তুমি যদি অশ্রু ঝরাও

এ গান স্মরণ করো

নিভৃতে খুব নীরবে

ধ্রুবতারা হয়ে দেখো আমি

আসবো তোমার আকাশে

একাকী এ শহরে

কখনও তুমি যদি ঘুম হারাও

দূরে আছি বলেই

কখনও তুমি যদি অশ্রু ঝরাও

এ গান স্মরণ করো

নিভৃতে খুব নীরবে

ধ্রুবতারা হয়ে দেখো আমি

আসবো তোমার আকাশে

_______RΞZΛ

Partha Barua의 다른 작품

모두 보기logo

추천 내용