menu-iconlogo
huatong
huatong
piran-khanarifur-rahman-jony-bhalobashi-bole-dao---reprise-cover-image

Bhalobashi Bole Dao - Reprise

Piran Khan/Arifur Rahman Jonyhuatong
soulmomohuatong
가사
기록
হু হু হু হু হু

প্রতিদিন কি জানি কি হয়ে যায়

শুধু তোমার কল্পনায়

ডুবে থাকা, আমায় ভালো লাগায়

ভালো লাগার স্বপ্ন বোনায়

আমার প্রিয় নীল শাড়ী আর গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি

বলে দিতে চায় নিয়ে যাও আমায় আমি শুধু তোমাকে ভালবাসি

প্রিয় আমার এ গান তোমায় নিয়ে লেখা ভাবছো কি এত আর?

তুমি যে আমার অনেক শখের স্বপ্নে কুড়িয়ে পাওয়া শ্রেয় উপহার

কখনো হারাবে না তুমি

চোখে চোখ রেখে কথা দাও

থাকবে কাছে ছায়ার মত

ছেড়ে যাবেনা কোথাও

হতে পারে তোমার একটু চাওয়ায়

এনে দেবো শুকতাঁরা কুড়িয়ে

স্বপ্ন আঁকবো চন্দ্র দিয়ে

পূর্ণিমাতে তোমায় বুকে জড়িয়ে

ভালোবাসি বলে দাও আমায়

বলে দাও হ্যাঁ সব কবুল

তুমি শুধু আমারই হবে

যদি করো মিষ্টি এ ভুল

হাতে হাত রাখতে পারো

সন্ধি আঙুলে আঙুল

ভালোবাসা বাড়াতে আরও

হৃদয় ভীষণ ব্যাকুল

হতে পারে রুপকথার এক দেশের

রাতের আকাশের এক ফালি চাঁদ

তোমার আমার চিরকাল

তুমি আমি হাতে রেখে হাত

ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল

দেখতে পারো কিছু আদুরে সকাল

হতে পারে এ পথের শুরু

হু নিয়ে যাবে আমাদের অজানায়

তুমি আমি আমাদের পৃথিবী

সাজিয়ে নিবো ভালোবাসায়

ভালোবাসি বলে দাও আমায়

বলে দাও হ্যাঁ সব কবুল

তুমি শুধু আমারই হবে

যদি করো মিষ্টি এ ভুল

হাতে হাত রাখতে পারো

সন্ধি আঙুলে আঙুল

ভালোবাসা বাড়াতে আরও

হৃদয় ভীষণ ব্যাকুল

Piran Khan/Arifur Rahman Jony의 다른 작품

모두 보기logo

추천 내용