menu-iconlogo
logo

Porechi Preme Prothom Dekhay

logo
avatar
Porshilogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
앱에서 노래 부르기
가사
ছেলেঃ পড়েছি প্রেমে প্রথম দেখায়

রেখ আমায় কাজল রেখায়

পড়েছি প্রেমে প্রথম দেখায়

রেখ আমায় কাজল রেখায়

শুধু একবার বল তুমি যে আমার

তুমি ছাড়া এ মনটা চায়না কিছু আর

মেয়েঃ আমি বার বার বলি আমি যে তোমার

তুমি ছাড়া জিবনটা সয়না কিছু আর

পড়েছি প্রেমে প্রথম দেখায়

ছেলেঃ রেখ আমায় কাজল রেখায়

ছেলে/মেয়েঃ ও হো হো ও হো হো হো ও....

এ হে হে এ হে হে আ হা হা...

-==আপলোড বাই মজিবুর==-

মেয়েঃ মন জানেনা তো আর যে কত

সইবে জ্বালাতন

ছেলেঃ পন করেছি আমি

রইবো প্রেমী পাশে সারাক্ষণ

মেয়েঃ মন জানেনা তো আর যে কত

সইবে জ্বালাতন

ছেলেঃ পন করেছি আমি

রইবো প্রেমী পাশে সারাক্ষণ

শুধু একবার বল তুমি যে আমার

তুমি ছাড়া এ মনটা চায়না কিছু আর

মেয়েঃ আমি বার বার বলি আমি যে তোমার

তুমি ছাড়া জিবনটা সয়না কিছু আর..

-==আপলোড বাই মজিবুর==-

মেয়েঃ এই জীবনেতে তোমায় পেতে

কি করি বলো না

ছেলেঃ‌ ওই দুটি চোখে স্বপ্ন একে হারাই চলনা

মেয়েঃ এই জীবনেতে তোমায় পেতে

কি করি বলো না

ছেলেঃ‌ ওই দুটি চোখে স্বপ্ন একে হারাই চলনা

শুধু একবার বল তুমি যে আমার

তুমি ছাড়া এ মনটা চায়না কিছু আর

আমি বার বার বলি আমি যে তোমার

তুমি ছাড়া জিবনটা সয়না কিছু আর

ছেলে/মেয়েঃ হুম হুম হুম হুম হুম হুম..

আ হা হা হা

লা লা লা লালা লালা..

হুম হুম হুম হুম হুম হুম..

হে হে হে ও আ হা হা..

====ধন্যবাদ====

Porechi Preme Prothom Dekhay - Porshi - 가사 & 커버